প্রথম পাতা খেলা কোহলির অনবদ্য অর্ধশতরান, পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

কোহলির অনবদ্য অর্ধশতরান, পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

73 views
A+A-
Reset

পাকিস্তান: ১৫৯/৮ (শান-৫২*, ইফতিকার-৫১, অর্শদীপ-৩২/৩, হার্দিক-৩০/৩)

ভারত: ১৬০/৬ (হার্দিক-৪০, কোহলি-৮২*)

রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে ভারত করল ৬ উইকেটে ১৬০ রান। প্রায় একার হাতে ভারতকে জয় এনে দিলেন বিরাট কোহলি।

গতবছর টি-২০ বিশ্বকাপে তৈরি হয়েছিল লজ্জার ইতিহাস। অধিনায়ক বিরাট কোহলির জমানাতেই প্রথমবার বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। রবিবার মেলবোর্নে লেখা হল প্রতিশোধের ইতিহাস।

মেলবোর্নের মেঘলা আকাশে সুবিধা পাওয়ার কথা পেসারদের। সে কথা মাথায় রেখেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৫৯ রানে আটকে যায় পাকিস্তান। ভারতের জয়ের জন্য দরকার ১৬০। সামনে কার্যত রানের পাহাড়। অপরাজিত অর্ধশতরানে ভারতকে জয় এনে দিলেন বিরাট কোহলি। চার উইকেটে জিতল ভারত।

রুদ্ধশ্বাস শেষ ৫ বল

শেষ ৫ বলে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল ভারতের। নওয়াজের দ্বিতীয় বলে ১ রান নেন দীনেশ কার্তিক। তৃতীয় বলে ২ রান নেন কোহলি। তার পরেই নো-বলে ছক্কা হাঁকান কোহলি। পরে একটি ওয়াইড বল করেন নওয়াজ। চতুর্থ বলে কোহলি বোল্ড হন বটে, তবে ফ্রি-হিট থাকায় তিনি আউট হননি। বল স্টাম্পে লেগে উইকেটকিপারের পিছনে চলে যায়। কোহলি ও কার্তিক দৌড়ে ৩ রান সংগ্রহ করেন সেই বলে। জয়ের জন্য শেষ ২ বলে ২ রান দরকার ছিল ভারতের। পঞ্চম বলে স্টাম্প-আউট হন কার্তিক। তিনি ২ বলে ১ রান করেন। ব্যাট করতে নামেন অশ্বিন। শেষ বলে ভারতের দরকার ছিল ২ রান। নওয়াজ ওয়াইড করতেই স্কোর লেভেল হয়ে যায়। শেষ বলে জিততে ১ রান দরকার ছিল ভারতের। শেষ বলে চার মেরে ভারতকে ম্য়াচ জেতান অশ্বিন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.