প্রথম পাতা খবর দৈনিক সংক্রমণ কমলেও থামছে না মৃত্যু মিছিল

দৈনিক সংক্রমণ কমলেও থামছে না মৃত্যু মিছিল

49 views
A+A-
Reset

ডেস্ক: আতঙ্কের মাঝেও স্বস্তির খবর শোনালেন স্বাস্থ্য দফতর। গত ২৪-ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ। তবে উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দৈনিক মৃত্যুসংখ্যা। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৭,২২৯ জন। যা গতকাল ছিল ৩ লাখ ৬৮ হাজার ১৪৭।  স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার অনেকটাই বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২০ হাজার ২৮৯ জন। 


তবে বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪৪৯ জনের। মোট করোনায় আক্রান্ত  ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ । আর এই সংখ্যাটাই ভয় দেখাচ্ছে। মুখ থুবড়ে পড়েছে হাসপাতাল পরিকাঠামো।  

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, ভোর থেকেই দফায় বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আজ রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও

বেলাগাম এই করোনা পরিস্থিতি রোখার একমাত্র রাস্তা লকডাউন। তাই কেন্দ্রের কাছে সেই আর্জি জানিয়ে টুইট করলেন কংগ্রেস নেতা তথা ওয়ানাদের সাংসদ রাহুল গান্ধী। টুইট করে রাহুল লিখেছেন, “ভারত সরকার এটা বুঝতে পারছে না করোনা সংক্রমণ রোখার একমাত্র রাস্তা সম্পূর্ণ লকডাউন।” ন্যূনতম আয় যোজনার মাধ্যমে লকডাউন কায়েম করার কথা জানান রাহুল।
অন্যদিকে, ভারতকে এই করোনা বিধ্বস্ত পরিস্থিতি থেকে বেরতে হলে একমাত্র উপায় লকডাউন, এমনটাই মনে করেন হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফৌসি। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.