মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতকে ৫ রানে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শেষ ওভারে ভারতকে ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই হারের ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের এ বারের আসর থেকে বিদায় নিল ভারত।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ করে নেয় অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভার ব্যাটিং করেও ১৬৭ রানের বেশি করতে পারেনি হরমানপ্রীত কউরের দল।

ভারতের অভিযান শুরু হয়েছিল অনবদ্য় জয়ে। তবে ইংল্য়ান্ডের কাছে হেরে কিছুটা হলেও চাপে ছিল ভারতীয় শিবির। সিনিয়র স্তরে আইসিসি ট্রফি এখনও অধরা ভারতের। ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার মতো কঠিন বাধা পেরোতে হতো। কিন্তু সেটা এ বারও হল না।

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেই লড়াইয়ে ঠিক হবে ফাইনালে অজিদের প্রতিপক্ষ।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?