প্রথম পাতা Uncategorized কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল নীল-সাদা অটোর যাত্রা

কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল নীল-সাদা অটোর যাত্রা

387 views
A+A-
Reset

কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল নীল-সাদা অটোর যাত্রা। অটো চালালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত দুটো নীল-সাদা অটো দিয়ে আজ থেকে শহরে যাত্রা শুরু করল নতুন ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-অটো।

পরিবেশবান্ধব এই গণ পরিবহণের খরচ প্রথমে একটু বেশি হলেও দৈনন্দিন খরচ অনেকটাই কম। ইতিমধ্যে ব্যাঙ্ক থেকে এই রকমের অটো কিনতে ঋণ পাওয়ার ক্ষেত্রে বাড়তি কোনও সুবিধা পাওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা শুরু করেছে পরিবহণ দপ্তর।

পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরীক্ষামূলকভাবে আপাতত শহরের উত্তর ও দক্ষিণ অংশে দুটি অটো চলবে। তারপর নির্মাতা সংস্থার কাছে টেন্ডার পাঠাবে শহরের অটো বিক্রয়কারী ডিলাররা। আগের অটো থেকে এই অটো অনেকটাই যাত্রী স্বাচ্ছন্দ্যের। এই অটোর পিছনের বসার আসন সাধারণ অটোর থেকে কিছুটা চওড়া। ফলে এই অটোয় সফরও অত্যন্ত আরামদায়ক।

আরও পড়ুন :

শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিঙ্ঘ

অনলাইনে ২১ জুলাইয়ের সমাবেশের লাইভ সম্প্রচার, একাধিক রাস্তাকে ওয়ান ওয়ে ঘোষণা পুলিশের

বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদের বলি ৮

কে হবেন ইস্টবেঙ্গল কোচ?

পদ্মা সেতু পরিদর্শনে মমতাকে জানালেন আমন্ত্রণ শেখ হাসিনা

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.