ডেস্ক: রাজ্যের জন্য ডোজপিছু কোভিশিল্ডের দাম ১০০ টাকা কমানোর পথে হাঁটল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। রাজ্য সরকারের জন্য ভ্যাকসিনের (COVID Vaccine) দাম কমাল সেরাম। সংস্থার কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার কোভিশিল্ড কিনতে পারবে ৩০০ টাকায়।কারণ, সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল। ভ্যাকসিনের এই ভিন্ন দামের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল।
করোনা ভ্যাকসিন নেওয়া থাকলে মানুষের শরীরে ভাইরাসের প্রভাব কম হচ্ছে। মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব মানুষকে। তিন ধাপে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথমে ৬০ বা তাঁর বেশি বয়স্ক মানুষদের দেওয়া হয়েছে। তারপর ৪৫ বছরের বেশি মানুষদের দেওয়া হয়েছে। এবার চালু হয়েছে ১৮ বছরের উর্দ্ধে সকলকে টিকাকরণের পদ্ধতি। সেখানেও আশার আলো। দাম কমলো কোভিশিল্ডের।
এবার থেকে ৪০০ টাকার পরিবর্তে প্রতি ডোজ কোভিশিল্ড কেনার জন্য রাজ্যগুলিকে ৩০০ টাকা খরচ করতে হবে। তবে বেসরকারি হাসপাতালের জন্য দাম কমানোর বিষয়ে সেরামের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: গণনাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশের লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট, নির্দেশিকা কমিশনের
রাজ্য সরকারকে বেশি টাকায় ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছিল সেরামের বিরুদ্ধে। সেই বিতর্কের মধ্যেই টুইট করে পুনাওয়ালা এই বিষয় জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, “সেরামের পক্ষ থেকে আমি জানাচ্ছি রাজ্য সরকারের জন্য ভ্যাকসিনের দাম ৪০০ থেকে ৩০০ করা হচ্ছে। এর ফলে রাজ্য সরকারের হাজার কোটি টাকা বেঁচে যাবে। এর মাধ্যমে দ্রুত টিকাকরণ ও অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।”
দেশের হাজার হাজার মানুষের এখন কোভিড ভ্যাকসিন দরকার। আর যাতে এই ভ্যাকসিন আরও সহজে ও সস্তায় মানুষের কাছে পৌঁছয়, সে জন্যই এই সিদ্ধান্ত। কোভিড ভ্যাকসিনের দাম কমায় স্বস্তিতে সব রাজ্যই।