কেন্দ্রীয় বাহিনী। প্রতীকী ছবি
কলকাতা: পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আরজি কর হাসপাতালে। মঙ্গলবার এমনটাই মৌখিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, হাসপাতালে ও হস্টেলে নিরাপত্তা নিশ্চিত করতে সিআইএসএফ মোতায়েন করা হবে। যদিও সন্ধ্যায় অন্য তথ্য পেশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
জানা যায়, মৌখিক ভাবে বললেও সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশনামায় হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের বিষয়টির উল্লেখ নেই।
এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘‘আরজি করে কোনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না। আগের সিদ্ধান্ত বদল করল সুপ্রিম কোর্ট।”
এর পরে আরেকটি পোস্টে কুণাল লেখেন, “আগের পোস্টের আপডেট: সুপ্রিম কোর্টের যে নির্দেশটি প্রকাশিত হয়েছে, তাতে আরজি করে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নেই। তবে শুনানিতে আলোচিত হয়েছিল। যদি একটু পরে এই অংশটি সংযোজন করে নতুন নির্দেশ আপলোড হয়, তাহলে সেটাই চূড়ান্ত। যদি সেটিও হয়, তাতেও তৃণমূল কংগ্রেসের কোনও আপত্তি নেই।”
শেষমেশ কুণাল লেখেন, “আরজি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। সুপ্রিম কোর্টের সংযোজিত নির্দেশ”।