প্রথম পাতা খবর ফের সেরার শিরোপা মমতার মুকুটে! ১০০ দিনের কাজে দেশে শীর্ষে বাংলা

ফের সেরার শিরোপা মমতার মুকুটে! ১০০ দিনের কাজে দেশে শীর্ষে বাংলা

240 views
A+A-
Reset

মাঝরাত পর্যন্ত টানটান নাটক। ঘনঘন বদলে গেল পরিস্থিতি। অবশেষে হার মানলেন ইমরান খান, এবং গদিচ্যূত হলেন। মাঝরাতেই হেলিকপ্টারে ইসলামাবাদ ছেড়ে অন্যত্র চলে যান সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার রাতেই পাক অ্যাসেম্বলিতে ইস্তফা দিয়েছিলেন স্পিকার আসাদ কায়সার, তাঁর সঙ্গে ডেপুটি স্পিকারও পদ ছাড়েন। ফলে শনিবার রাত ১২টা পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব পেশ করতেই পারেননি বিরোধীরা। শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল বিশেষ অধিবেশন ডাকেন। শেষ পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ১৭৪ জনই ভোট দিলেন ইমরানের বিপক্ষে। পতন হল ইমরান জমানার।

এখন গোটা পাকিস্তান তাকিয়ে আছে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই দুই তিনজনের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে, আগামী সোমবার নওয়াজ় শরিফের ভাই, পিএমএল(এন) নেতা শাহবাজ় শরিফকে আনুষ্ঠানিক ভাবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবে বিরোধী জোট।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী সোমবার বেলা ২টো নাগাদ বসবে বিশেষ অধিবেশন। রবিবার দুপুর ২টোর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টে নাগাদ শুরু হবে ‘স্ক্রুটিনি’। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের পাশাপাশি দৌড়ে আছেন বিলাবল ভুট্টো। এখন দেখার কে বা কারা প্রধানমন্ত্রীর জন্য মনোনয়ন পত্র জমা দেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.