প্রথম পাতা জন্মদিন জন্মদিন : কবি প্রদীপ

জন্মদিন : কবি প্রদীপ

593 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : ‘Aye mere Watan ke logo’…… চোখে জল আনতে এটুকুই যথেষ্ট। হৃদয় নিংড়ানো এই শব্দগুচ্ছ যাঁর কলম থেকে বেড়িয়ে স্মরণীয় গান হয়েছে, তিনি কবি প্রদীপ।

১৯১৫ সালে মধ‍্যপ্রদেশে জন্ম রামচন্দ্র নারায়ণজি দ্বিবেদীর। পরবর্তীতে যিনি হয়ে উঠবেন দিকপাল কবি-গীতিকার ‘কবি প্রদীপ’।

দীর্ঘ ৫ দশকের কর্মজীবনে প্রায় ১৭০০ গান তিনি লিখেছেন। যার মধ্যে রয়েছে অসংখ্য দেশাত্মবোধক গান। লিখেছেন কবিতা। কমপক্ষে ৭২টি ছবির গীতিকার ছিলেন তিনি।

কবি প্রদীপ রচিত ছবির গানেও ফিরে ফিরে এসেছে ‘দেশ’। ১৯৪০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বন্ধন’ প্রথমবার গীতিকার হিসেবে প্রথম সারিতে নিয়ে আসে কবি প্রদীপকে।

এই ছবিতেই চিত্রিত ‘চল চল রে নওজওয়ান’ গানটি কবি রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে অন‍্যতম।

আরও পড়ুন : জন্মদিন : প্রিয়দর্শন

১৯৪৩ সালে মুক্তি পাওয়া গোল্ডেন জুবিলি হিট ‘কিসমত’ ছবির ‘দূর হটো অ্যায় দুনিয়া ওয়ালো’ গানটির জন‍্য ইংরেজ শাসকের বিষনজরে পড়েন তিনি। গ্রেফতারি এড়াতে আত্মগোপন করতে হয় কবিকে।

স্বাধীনতার পরেও তাঁর কলম থেকে ঝড়েছে দেশপ্রেম। ‘আও বচ্চো তুমহে দিখায়ে’ বা ‘দে দি হামে আজাদি’-র মত গান।

১৯৯৭ সালে ‘রাষ্ট্রকবি’ সম্মানে ভূষিত এই কবি-গীতিকার দাদাসাহেব ফালকে সম্মানেও ভূষিত হয়েছেন।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.