প্রথম পাতা বিনোদন ৫১য় বিকিনিতে জে লো! আগুন লাগলো নেট দুনিয়ায়

৫১য় বিকিনিতে জে লো! আগুন লাগলো নেট দুনিয়ায়

436 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : মনে আছে, তিনি একবার গেয়েছিলেন আই অ্যাম স্টিল জেনিফার লোপেজ? সেই কথা যে এরকম ধ্রুব সত্য হয়ে দেখা দেবে কে জানত। একান্নতে পা দিয়েও উনি এখনও সেই জেনিফার লোপেজই আছেন।

সেই চুম্বকে আকর্ষণ। নইলে এই বয়সেও বিকিনি পরে সমুদ্রে আগুন লাগাতে কে-ই বা পারে! কী ভাবে লাস‍্যে কাটছে সময়, তার কিছু কিছু ঝলক জেনিফার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন। আর তার পরেই চড়চড় করে চড়েছে পারদ।

আরও পড়ুন : শেষ হলো ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঘন সবুজ মোনোকিনিতে মনোমোহিনী জেলো! মেদবিহীন ছিপছিপে চাবুকের মতো শরীর। মন কেড়েছে তাঁর অন্য ধাঁচের স্বচ্ছ চশমাও।

টু-পিসও পরেছেন জেনিফার। সাইড থেকে দেখে মনেই হচ্ছে না যে তিনি কোনও মানবী। মনে হচ্ছে যেন খোদাই করা অজন্তা বা খাজুরাহোর কোনও মূর্তি।

সৈকতে জেলো, আর হাবুডুবু অবস্থা নেটিজেনদের।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.