কলকাতা : প্রিয় তারকার জন্য কী কী করতে পারেন? একঝলক দেখতে ছুটে যাবেন, অটোগ্রাফ চাইবেন, সেলফি তুলবেন, কোনও সিনেমা বা সিরিজ মিস করবেন না, অফবিট ওয়েতে জন্মদিন পালন করবেন। তাই তো? কিন্তু রক্তদান করবেন কি?
এমন বোধহয় কখনও ভাবেননি। যেমনটা ভেবেছে ব্লাড মেট। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে তাঁর জন্মদিনের ঠিক দু’দিন আগে, ১৭ জানুয়ারি অ্যাকাডেমি অব ফাইন আর্টসে রক্তদান শিবিরের আয়োজন করেছে এই সংস্থা। সৌমিত্র চট্টোপাধ্যায় যখন হাসপাতালে ছিলেন তখনও তাঁকে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছিল এই ব্লাড মেট।
রক্তদান শিবিরের আয়োজনে সংস্থাটির সঙ্গে যোগ দিয়েছে, দ্য সৌমিত্র চ্যাটার্জি ফাউন্ডেশন এবং সৌমিত্র কন্যা পৌলমী বসুর নাট্যদল শ্যামবাজার ‘মুখোমুখি’।
রক্তদান আন্দোলনের সঙ্গে নানা ভাবে জড়িত ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এ ব্যাপারে প্রথম উদ্যোগী হয়েছিলেন সৌমিত্র কন্যা পৌলমী। আগামী ১৯ জানুয়ারি অভিনেতার জন্মদিন উপলক্ষে এক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন তিনি। এর মধ্যেই অভিনেতাকে স্মরণের এই অভিনব উদ্যোগের কথা ভাবনায় আসে তাঁদের।