ডেস্ক : করোনা সংক্রমণের জেরে পিছিয়ে গেল ‘সহবাসে’-এর মুক্তি।আগামী ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অঞ্জন কাঞ্জিলালের ছবি ‘সহবাসে’-এর।
বিয়ে ছাড়া সম্পর্কে থাকা দু’টি মানুষের সংসারের গল্প রয়েছে এই ছবিতে। কোভিড পরিস্থিতিতে আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না এই ছবি। প্রথমে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১২ মার্চ। কিন্তু নির্বাচনের কারণে সে তারিখ পিছিয়ে গিয়েছিল। এ বারে মু্ক্তির পথে বাধা হয়ে দাঁড়াল করোনা।
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে,করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য আগামী ৩০ এপ্রিল ‘সহবাসে’ মুক্তি পাবে না। পরবর্তী মুক্তির তারিখ জানানো হবে পরিস্থিতি অনুযায়ী। এ দিকে ওটিটি-তে মুক্তির চেষ্টাও চলছে বলে জানিয়েছেন প্রযোজকরা।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা এবং অনুভব কাঞ্জিলাল।এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, শুভাশিস মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেবলীনা দত্ত সহ অনেকে। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, দুর্নিবার সাহা এবং সায়নী।
আরও পড়তে পারেন : নতুন ছবির নাম ঘোষণা করলেন পরিচালক পাভেল