প্রথম পাতা বিনোদন শেষ হলো ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শেষ হলো ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

530 views
A+A-
Reset

কলকাতা : ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হলো । ইরানের ছবি ‘বান্দার ব্যান্ড’ এবার উৎসবের সেরা ছবি হিসেবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেয়েছে।

কিরগিজস্তানের ছবি ‘ শামবালা ‘ র পরিচালক আর্টিকপাই সুইনদোকোভ সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন । ইউক্রেনের ছবি ‘ব্লাইন্ড ফোল্ড’ জুরিদের বিচারে সেরা ছবি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের ছবি ‘নোনাজলের কাব্য ‘ এশিয়ার সেরা ছবি হিসেবে নেটপ্যাক পুরস্কার পেয়েছে।

‘দ্য ফলস আই’ সেরা ভারতীয় ছবি হিসেবে ও ‘গড অন দ্য ব্যালকনি’ র পরিচালক বিশ্বজিৎ বোরা সেরা পরিচালক হিসেবে হীরালাল সেন স্মারক পুরস্কার পেয়েছেন।

একতারা মুক্তমঞ্চে আজ সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোভিড আবহেই এবারে চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা হয়েছে।

আরও পড়ুন : জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘বাবা-ছেলে’র গল্প, অর্জুন-দিতিপ্রিয়ার ‘অভিযাত্রিক’

২৬ তম চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী কোভিডবিধি মেনে সিনেমা দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানান । অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু সেন, সাংসদ নুসরত জাহান, পরিচালক গৌতম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎসবের সেরা ছবি বান্দার ব্যান্ড আজ সন্ধ্যায় নন্দন ১ এ আবার প্রদর্শিত হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.