প্রথম পাতা খবর সংশোধিত ভোটার তালিকা প্রকাশ, রাজ‍্যে ভোটার বাড়ল ২০ লাখের বেশি, বুধবার আসছে কমিশনের ফুল বেঞ্চ

সংশোধিত ভোটার তালিকা প্রকাশ, রাজ‍্যে ভোটার বাড়ল ২০ লাখের বেশি, বুধবার আসছে কমিশনের ফুল বেঞ্চ

672 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা। নতুন তালিকায় মোট ভোটার ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০জন। আগে সংখ্যাটা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। বেশ কিছু ভোটারের নাম বাদ পড়েছে।


সংশোধিত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন। ভোটার বেড়েছে ২০ লক্ষের বেশি। নতুন ভোটার তালিকা অনুযায়ী আগের থেকে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

আরও পড়ুন : বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুরভোটের কোনও সম্ভাবনা নেই

রাজ্যে এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়তে পারে। রাজ্যে ৭৮ হাজার ৯০৩টি বুথ রয়েছে। সে ক্ষেত্রে আরও ২৮টি বুথ অতিরিক্ত হতে পারে।

বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ফ্রেব্রুয়ারির শেষে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। চার থেকে পাঁচ দফায় ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.