149
ওয়েবডেস্ক : মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরল ‘সইফিনা’-র দ্বিতীয় সন্তান। তারকা-সদ্যোজাতর প্রথম ছবিও প্রকাশ পেল সেই সুবাদে।
সঙ্গে দেখা মিলল দাদা তৈমুরের উজ্জ্বল মুখের।
সইফ-করিনার দ্বিতীয় সন্তানের ছবি লেন্সবন্দী করতে স্বাভাবিক ভাবেই হাসপাতালের বাইরে পাপারাৎজিদের ভিড় জমেছিল এ দিন।
আরও পড়ুন : দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেরার শিরোপা পেলেন অক্ষয়, দীপিকা, সুশান্ত
গাড়ির কাচের ভিতর থেকে দৃশ্যমান হল সদ্যোজাত। দেখা গেল, এক মহিলা তাকে আগলে বসে রয়েছেন গাড়ির পিছনের সিটে।
তাঁর পাশে কেউ আছেন কিনা, সেটা অবশ্য স্পষ্ট হয়নি। সইফিনার পুত্রসন্তানের ছোট্ট মাথা ও দেহ দেখা যাচ্ছে।
রবিবার সকালে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপূর খান। ছেলের নাম ও ছবি এখনও প্রকাশ করেননি তারকা দম্পতি।