কলকাতা: মহামারীর কালে মানুষ ক্রমশই একে অন্যের থেকে দূরে চলে যাচ্ছে। আড্ডা – গল্প – বিনোদন সবই এখন অতীত। চারদিকে শুধুই হাহাকার! প্রাণে বাঁচার লড়াই, দু’বেলা দুমুঠো খাবার জোগানোর লড়াই। তবে এই দুর্দিনেও কিছু মানুষ জুটে যান পাশে থাকার। তেমনই এক সংস্থা’ উই আর টুগেদার ‘! ছোটপর্দার ধারাবাহিক’ দেশের মাটি ‘খ্যাত অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও উদ্যোগপতি শুভদীপ কাজলী উদ্যোগে কোভিড আক্রান্ত মানুষের কাছে বিনামূল্যে খাবার, ওষুধ, মুদিখানার সামগ্রী সহ নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁঁছাল।
কলকাতার বিভিন্ন এলাকা তো বটেই এমনকি শহরতলীর অনেক ঠিকানাতেও পৌঁছে যাচ্ছে পর্দার ‘ কিয়ান’ – এর সাহায্যের হাত।মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কোভিড আক্রান্ত কেউ যেন না খেয়ে না থাকেন, ওষুধের অভাবে না কাতরান – পণ করেছেন দিব্যজ্যোতি আর শুভদীপ। ভাল যে থাকতেই হবে সব্বাইকে। তবেই তো ফুটবে আলো । দিব্যজ্যোতি আর শুভদীপের জন্য অনেক শুভেচ্ছা, তোমরা এগিয়ে চলো, সুদিন আসবেই।