প্রথম পাতা বিনোদন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনোজ মিত্র

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনোজ মিত্র

40 views
A+A-
Reset

কলকাতা: প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মনোজ মিত্র আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি, এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। মনোজ মিত্রের অসুস্থতার খবরের সত্যতা নিশ্চিত করেছেন তাঁর ভাই অমর মিত্র। তিনি বলেন, “হ্যাঁ, দাদা হাসপাতালে ভর্তি আছেন।”

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও মনোজ মিত্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সে সময় তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে, এবং চিকিৎসকরা পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে তার পর থেকে বারবার তাঁর অসুস্থতা নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। অনেক সময়ই সেই খবর মিথ্যা প্রমাণিত হয়েছে।

তবে এবার তাঁর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সত্যি। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

মনোজ মিত্রের দীর্ঘ কর্মজীবন বাংলা নাট্যজগতকে সমৃদ্ধ করেছে। তাঁর লেখা এবং নির্দেশিত বহু নাটক আজও সমানভাবে সমাদৃত। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। নাট্যজগতের সহকর্মীরা এবং ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

বর্তমানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট বিবৃতি দেননি, তবে পরিবার আশাবাদী যে শীঘ্রই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.