কলকাতা: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন। মিঠুন চক্রবর্তীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মমতা শঙ্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলিউডের শিল্পীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, এর আগে বাঙালির মধ্যে এই সম্মান পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর এবার সেই কৃতিত্ব যোগ হল মিঠুন চক্রবর্তীর নামেও। পুরস্কার প্রাপক হিসেবে নিজের নাম ঘোষণা হওয়ায় আপ্লুত ‘মহাগুরু’ জানান, ‘কখনও ভাবিনি ফুটপাতের একটি ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি, মুম্বইয়ের ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করিনি এতবড় সম্মান পাব।’
মিঠুন আরও বলেন, ‘বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এমন সম্মান পাওয়ার পর কেউ কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার এবং বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’
অনুপ্রেরণা হিসেবে তিনি তাঁর ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি শুধু সেই সমস্ত অনুরাগীদের বলতে চাই, যাঁরা আর্থিকভাবে শক্তিশালী নন, আমি যদি এই স্থানে পৌঁছতে পারি, তাহলে আপনাদেরও সফল হওয়ার ক্ষমতা আছে।’