কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে অভিমুন্য মুখোপাধ্যায়ের ছবি ফ্লাইওভারের ট্রেলার।ট্রেলারে দর্শকদের লাইকের সংখ্যাই বুঝিয়ে দিচ্ছে পছন্দ হয়েছে দর্শকদের। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক।কোয়েল ছাড়াও ছবিতে রয়েছেন গৌরব চক্রবর্তী,শান্তি লাল মুখোপাধ্যায়,পৌলমী দাস প্রমুখ।
ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।ছবিতে একজন সৎ সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোয়েলকে।ফ্লাইওভারে কোয়েল অভিনীত চরিত্রের নাম বিদিশা।বিদিশার লেখায় উঠে আসবে ‘ট্রাফিক ভায়োলেন্স’-এর মত বিষয়। আচামকাই একদিন খুনের মিথ্যা অভিযোগে গ্রেফতার হতে হয় বিদিশাকে। সাংবাদিক বিদিশা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এমনই একটি গল্পই উঠে আসবে ‘ফ্লাইওভার’ ছবিতে।ফ্লাইওভারে পুলিসের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এই থ্রিলারের পরতে পরতে রয়েছে রহস্য।
আরও পড়ুন: ২৫ মিনিটের ছবির মধ্যে দিয়ে লকডাউনে বদলে যাওয়া জীবন, পরিস্থিতিকেই তুলে ধরলেন গৌতম ঘোষ
ছবিটা দেখার সময় টানটান উত্তেজনা অনুভব করবেন দর্শকরা।কি ঘটেছে ফ্লাইওভারে,’দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? তার উত্তর পাওয়া যাবে আগামী ২ এপ্রিল ছবি মুক্তির পর।