658
বিনোদনডেস্ক : ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি প্রদর্শনীর উদ্বোধন হল।
গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য বিভাগে পন্ডিত রবিশংকর , হেমন্ত মুখোপাধ্যায় , অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ও ইতালীয় পরিচালক ফ্রেডরিকো ফেলিনি ও এরিক রোহমারের জীবন ও কর্মের উপর প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন : সৌমিত্র স্মরণে স্বেচ্ছায় রক্তদানের অঙ্গীকার
উপস্থিত ছিলেন ইতালীয় কনসাল গিয়ানলুকা রুবাগোত্তি।
অন্যদিকে নন্দন ২ এ সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন ও কর্ম নিয়ে একটি প্রর্দশনীর উদ্বোধন করেন পরিচালক গৌতম ঘোষ ।