ওয়েবডেস্ক : সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে সদ্য প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে মুক্তি পেল অভিযান-এর টিজার। এই ছবির টিজারের হাত ধরে ফের একবার ফিরে এলেন সত্যজিৎ রায়ের প্রিয় ‘অপু’।
এখানে অল্পবয়সী সৌমিত্রের ভূমিকায় দেখা গেল যীশু সেনগুপ্তকে। আর প্রাপ্তবয়স্ত সৌমিত্রর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা নিজেই। আত্মজীবনী লিখতে রাজি না হওয়া সৌমিত্র চট্টোপাধ্যায়, অদ্ভুত ভাবেই এই বায়োপিকে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন : ‘করণ-বিজয়-পুরী’ ত্রয়ীর অপেক্ষায় ভারতীয় দর্শক
পরমব্রত চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন খোদ পরমব্রত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত সহ অন্যান্যরা। প্রসঙ্গত. ‘অভিযান’, এই একই নামে ১৯৬২ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ছবি। তাতে এক ট্যাক্সিচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।