ওয়েবডেস্ক : নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না হওয়ায় ফের ধর্মঘটের পথে বাস ও মিনিবাস মালিকরা। ১ দিন নয়, টানা ৩ দিন একযোগে ধর্মঘটের ডাক দিল বাস মালিকদের ৫টি সংগঠন। ধর্মঘট হবে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি। সরকারের মধ্য়স্ততায় যদি সমস্যা মেটে, তাহলে ভালো। না হলে চরম দুর্ভোগে পড়তে হবে নিত্যযাত্রীদের।
বাসমালিক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, GST-র কারণে ডিজেলের দাম অত্যধিক বেড়ে গিয়েছে। তাই ন্যূনতম ৭ টাকা ভাড়ায় বাস চালালে মুনাফা বলেই কিছু থাকছে না।
বাস ভাড়া বৃদ্ধি নিয়ে ৩০ ডিসেম্বর জরুরি বৈঠক হয় বাস ও মিনিবাস সংগঠনগুলির। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বাসের ন্যূনতম ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। অর্থাৎ বাস উঠলেই দিতে হবে ১৪ টাকা! সরকার দাবি না মানলে বাসরুট বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মালিকেরা।
আরও পড়ুন : ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, হুঙ্কার মমতার
গঙ্গাসাগর মেলা পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এরপর বাস মালিকদের সঙ্গে আলোচনার বসার আশ্বাস দেন তৃণমূল নেতা মদন মিত্র। কিন্তু শেষপর্যন্ত বৈঠক আর হয়নি।
এই পরিস্থিতিতে যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন, ঠিক তেমনটাই করলেন বাস মালিকরা। টানা ৩ দিন বেসরকারি বাস ও মিনিবাস বন্ধ থাকলে, চরম ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের।