কলকাতা : নতুন ভূমিকায় এবার দেখা যাবে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। অভিনয়ের পাশাপাশি নতুন বছরে তিনি খুলে ফেলেছেন নতুন নাচের স্কুল ‘এসবি স্টুডিওস’।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নাচের স্কুল চলবে আপাতত অনলাইনেই। সব কিছু স্বাভাবিক হলে তবেই প্রথা মেনে নাচ শেখানোর প্ল্যান রয়েছে সায়ন্তিকার।
সায়ন্তিকার স্কুলের ইউএসপি হল যে কোনও বয়েসের ছাত্র-ছাত্রীরা অভিনেত্রীর স্কুলে নাচ শিখতে পারবেন। নাচের কোনও ফর্ম্যাল ট্রেনিং না থাকলেও চলবে। নাচের প্রতিটি মুভমেন্ট শুরু থেকে শেখাবেন অভিনেত্রী।
আপাতত স্টুডেন্টদের হাতে একটা স্মার্ট ফোন আর তাতে ইন্টারনেট থাকলেই সায়ন্তিকার নাচের স্কুলে নাচ শেখা যাবে। সায়ন্তিকার স্কুলে শেখানো হবে বলিউড ড্যান্স।অভিনয়ের পাশাপাশি নাচ এবং ফিটনেস সায়ন্তিকার প্যাশন।তাই নাচের স্কুল খোলাটা তাঁর কাছে একটা বড় স্বপ্ন পূরণ।
স্বাস্থ্য সুরক্ষাবিধি বজায় রাখতে এখন অনেকেই স্বশরীরে নাচ শিখতে পারবেন না। বিশেষ করে বাচ্চারা তো একদমই পারবে না।তাই সবার কথা মাথায় রেখেই এই মুহূর্তে অনলাইনে ক্লাস হবে।
আরও পড়ুন : গানে জমজমাট অসমবয়সী প্রেমের গল্প নিয়ে নতুন ছবিতে হাত দিচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত