না ফেরার দেশে পাড়ি দিলেন ট্র্যাজেডি কিং দিলীপ কুমার, শোকপ্রকাশ মোদী, মমতার

ডেস্ক: ফেরা হল না। না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবাদপ্রতীম ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। বুধবার সকাল সাড়ে সাতটায়, মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া।

দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেশ কয়েকবার হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে। ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা অভিনেতার জীবনাবসানে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

১৯৪৪ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। সেই অর্থে জুগনু তাঁর প্রথম বক্স অফিস হিট সিনেমা। এছাড়া নায়া দৌড়, মুঘল-এ-আজম, দেবদাস, রাম অউর শ্যাম, আন্দাজ, মধুমতী এবং গঙ্গা-যমুনারর মতো ছবিতে তিনি অভিনয় করেন।

আরও পড়ুন: প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত, শোকের ছায়া সিনেমা এবং নাট্য জগতে

বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।


ভারতীয় সিনেমায় সর্বকালের অভিনেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
নরেন্দ্র মোদী ট্যুইটে লিখেছেন, “সিনেমার কিংবদন্তি হিসেবে দিলীপ কুমারকে সবাই মনে রাখবে। অসাধারণ অভিনয় প্রতিভা। প্রজন্মের পর প্রজন্ম দর্শককে  মোহিত করেছে তাঁর অভিনয়। তাঁর মৃত্যু ভারতীয় সংস্কৃতি জগতের ক্ষতি।”  


দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভারতীয় সিনেমার প্রবাদপুরুষের প্রয়াণে আমি নির্বাক। দিলীপ কুমারজী চলে যাওয়ায় গভীর শোকাহত। প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেমায় তাঁর অভিনয় শৈলী বেঁচে থাকবে। সায়রা বানু, পরিবারের অন্যান্য সদস্য এবং তাঁর অসংখ্য অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা।”
বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।


কিংবদন্তী অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ট্যুইটে তিনি লিখেছেন, ‘দিলীপ কুমারজী ছিলেন একজন অসামান্য অভিনেতা, একজন সত্যিকারের শিল্পী, ভারতীয় চলচ্চিত্র জগতে  অবিস্মরণীয় অবদানের জন্য প্রত্যেকেই তাঁকে সম্মান জানিয়েছেন। গঙ্গা যমুনার মতো সিনেমায় তাঁর অভিনয় লক্ষ লক্ষ সিনেমাপ্রেমীর মন ছুঁয়ে গিয়েছে। আমি কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’


বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড-সহ দেশের বিভিন্ন ক্ষেত্র। এদিন অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।


সেরা অভিনেতা হিসেবে ৮টি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন দিলীপ কুমার। সবচেয়ে বেশি পুরস্কার জেতার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে তাঁর। ভারত সরকারের তরফে ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মান দেওয়া হয় দিলীপ কুমারকে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পান দিলীপ কুমার। ২০১৫ সালে ভারত সরকারের তরফে ‘পদ্মবিভূষণ’ সম্মানও দেওয়া হয় তাঁকে। ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। এমনকি ১৯৯৮ সালে দিলীপ কুমারকে নিশান-ই-ইমতিয়াজ সম্মানে সম্মানিত করে পাক সরকার। 

Related posts

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’, দেখা যাবে একাধিক বাঙালি অভিনেতাকে

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’