ওয়েবডেস্ক : পাপারাৎজিদের বাড়ি পৌঁছল গিফ্ট বক্স। কাঠের সেই বাক্সগুলি খুললে দেখা যাবে তার মধ্যে আরও বেশ কয়েকটি ছোট ছোট বাক্স রয়েছে। ড্রাই ফ্রুটস, ডার্ক চকোলেট, সেন্টেড মোমবাতি ভর্তি সেই বাক্সগুলির মধ্যে।
বলিউডের বিখ্যাত পাপারাৎজি ও তাঁর টিমের জন্য এমন উপহারের সম্ভার পাঠালেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট কাপল বিরুষ্কা।
উপহারের সঙ্গে পৌঁছালো অনুরোধের চিরকুট। দাবি সেই পুরনোই। ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ যেন না করা হয়। কিন্তু সেটা পেশ করার ভঙ্গিমায় নতুনত্ব আনলেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা।
আরও পড়ুন : শিল্পী কলাকুশলীদের বিপুল বকেয়া, পরিচালক রামগোপাল বর্মাকে বয়কট শিল্পী সংগঠনগুলির
জীবনের ব্যক্তিগত পরিসরে এখনই কাউকে আসতে দিতে চান না বিরাট-অনুষ্কা। এবং সেই উদ্দেশ্য সফলের জন্য ফোটোগ্রাফারদের সাহায্যের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তাঁরা। এ ছাড়া কন্যা সন্তানের কোনও প্রকার ছবি যেন না তোলা হয় বা তোলা হলেও সেটা আপলোড যেন না করা হয়, সেই অনুরোধও করলেন।
এই অনুরোধ রাখতে রাজি হয়ে গেলেন পাপারাৎজিও। তাঁর প্রতিশ্রুতি, যত দিন না পর্যন্ত একটু বড় হয়ে উঠছে বিরুষ্কা কন্যা, সদ্যোজাতর ছবির জন্য দম্পতিকে বিরক্ত করা হবে না।