ওয়েবডেস্ক : রামগোপাল বর্মার ছবি তৈরির উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করল শিল্পী ও কলাকুশলীদের সংগঠনগুলি। কাজ করিয়ে টাকা না দেওয়ায় তাঁর সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিল ফেডারেশন অব ওয়েস্ট ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ।
পশ্চিম ভারতের ৩২টি শিল্পী সংগঠন তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে। রামগোপাল বর্মার কাছ থেকে শিল্পী ও টেকনিশিয়ানদের প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা পাওনা আছে।
ফেডারেশন অব ওয়েস্ট ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজের কাছ থেকে জানা গিয়েছে, সংগঠন থেকে পরিচালকের কাছে একাধিক চিঠি পাঠানো হয়েছে। যেগুলির দাবি তিনি মানেননি। এ ছাড়া তাঁর কাজে নিষেধাজ্ঞা জারি করার আগে তাঁকে আইনি নোটিসও পাঠানো হয়েছে।
আরও পড়ুন : জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘বাবা-ছেলে’র গল্প, অর্জুন-দিতিপ্রিয়ার ‘অভিযাত্রিক’
ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডাকশনস অ্যাসোসিয়েশনস, প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া প্রভৃতি ইউনিয়নকেও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সিনে এমপ্লয়িজ। কিন্তু কেউই পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
যদিও এরই মধ্যে বুধবারই পরিচালক রামগোপাল বর্মা নতুন ছবি তৈরির ঘোষণা করেছেন টুইটারে। দাউদ ইব্রাহিমের উত্থানের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজক স্পার্ক কোম্পানি। এই ছবি তাঁর সারা জীবনের স্বপ্নপূরণের অংশ বলে জানিয়েছেন রামগোপাল বর্মা।