248
কানপুর আই আই টি-র একদল গবেষক আশঙ্কা প্রকাশ করেছেন আগামী জুন মাস নাগাদ ভারতে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। শুধু তাই নয় এটি কম করে স্থায়ী হবে চার মাস।
কানপুর আই আই টি-র অঙ্ক বিভাগের সবরা প্রসাদ রাজেশভাই, শুভ্রা শংকর ধর, সালাভ এ কথা জানিয়েছেন একটি প্রি-প্রিন্ট জার্নালে। জার্নালটি এখনও প্রি-রিভিউ স্তরে রয়েছে। সেখানে জানানো হয়েছে জুন মাসের ২২ তারিখ থেকে করোনার চতুর্থ ঢেউ-এর প্রভাব টের পেতে পারে মানুষ। এবং এটা চলবে অক্টোবরের ২৪ তারিখ পর্যন্ত।
এই সময়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট দেখা যেতে পারে। তবে তা কতটা মারাত্মক হবে তা নির্ভর করবে করোনা ভ্যাকসিনের কার্যকারিতার উপর। তাঁরা জানিয়েছেন, এই তথ্য তাঁরা জিম্বাবোয়ে থেকে পেয়েছেন এবং তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত।