১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ, কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

গত দু’‌বছর ধরে বাংলায় ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এ বার কলকাতা হাইকোর্ট কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে জানতে চাইল, কেন এই টাকা বন্ধ করা হয়েছে?

১০০ দিনের টাকা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা নিশানা করেছেন কেন্দ্রকে। কিন্তু মোদী সরকার একটি টাকাও ঠেকায়নি বলে অভিযোগ। এই ইস্যুকে সামনে রেখে এখন রাজ্য-রাজনীতি সরগরম। তার মধ্যেই একটি জনস্বার্থ মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ হাইকোর্টের।

এ ব্যাপারে কেন্দ্রকে রিপোর্ট-সহ জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কেন্দ্রকে বলা হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে।

অন্য দিকে, এক সপ্তাহের মধ্যে রাজ্য নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমা দেবে আদালতে। এ বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে ওই সময়ের মধ্যে নবান্ন সেটা জানাতে পারবে। আর জুলাই মাসে আবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

Related posts

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!

লোকসভা ভোটের কারণে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ! চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে তৃণমূল মহিলা কংগ্রেস