মালদহ: দীর্ঘ ৩৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন মালদহের বাসিন্দা রসিক মণ্ডল। বয়স নিয়ে বিতর্ক থাকলেও আধার কার্ড অনুযায়ী তাঁর বয়স ১০৪ বছর। সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার মুক্তি পেলেন রাজ্যের প্রবীণতম এই বন্দি।
১৯৮৮ সালের ৮ নভেম্বর রাতে জমি বিবাদ নিয়ে রসিকের ভাই সুরেশ মণ্ডল খুন হন। অভিযোগ ওঠে রসিকের বিরুদ্ধে। মানিকচক থানায় তাঁর নামে মামলা রুজু হয়। পরের বছর গ্রেফতার হন রসিক। জামিনে মুক্তি পেলেও আবার বন্দি জীবন শুরু হয়। মালদহ সংশোধনাগারে কাটিয়ে দেন জীবনের বেশিরভাগ সময়।
রসিকের পরিবার দীর্ঘদিন ধরে তাঁর মুক্তির জন্য আদালতে আবেদন করে। অবশেষে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। পরিবারের সদস্যরা জানান, রসিক এখন বাড়ি ফিরে বাগান করতে চান। মুক্তির পর তিনি বলেন, “এতদিন পরে বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। বাগানে গাছ লাগাব।”
ভারতীয় আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সের পর জেলবন্দিদের মুক্তি দেওয়া হয়। তবে রসিকের সঙ্গে এমনটা ঘটেনি। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধের পুত্র-পৌত্রেরা। গত ২৯ নভেম্বর ১০৪ বছরের রসিকের জামিন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার জামিনের কাগজ মালদহ জেলা সংশোধনাগারে পৌঁছয়। তার পর মুক্তি মিলল শতায়ু বন্দির।