কলকাতা: ‘ই সাক্ষ্য’ নামে একটি পোর্টাল চালু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ।
নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSC) অনুযায়ী বাজেয়াপ্ত এবং তল্লাশি প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে। এই পোর্টালটি সেই প্রক্রিয়া সহজ করতে সাহায্য করবে। মোবাইল থেকে তল্লাশি বা বাজেয়াপ্ত প্রক্রিয়ার ভিডিও সরাসরি আপলোড করা যাবে, যা আদালত এবং পুলিশ আধিকারিকরা তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।
আপলোড করা ভিডিওর সময় ও স্থান সংরক্ষিত থাকবে, যা ভিডিও বিকৃতি বা হেরফেরের সুযোগ কমাবে। ভিডিও রেকর্ডিং আদালতে জমা দেওয়ার প্রক্রিয়ায় দ্রুততা আনতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চার মিনিটের ভিডিও পাঠানোর ব্যবস্থাও রয়েছে। প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার একজন নোডাল অফিসার নিযুক্ত হয়েছেন, যাঁরা সংশ্লিষ্ট পুলিশকর্মীদের পোর্টাল ব্যবহারের প্রশিক্ষণ দেবেন।
এই পোর্টালের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং নির্ভরযোগ্য হবে। পেন ড্রাইভ বা ম্যানুয়াল রিপোর্টিংয়ের প্রয়োজন কমবে, ফলে সময়ও সাশ্রয় হবে। ওয়াকিবহাল মহলের মতে, ‘ই সাক্ষ্য’ জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে, কারণ এর মাধ্যমে তদন্ত প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্য প্রমাণ নিশ্চিত হবে।