১৪ এপ্রিল ছুটি ঘোষণা করল সরকার

ভারতবর্ষের সংবিধানের জনক হিসেবে অভিহিত করা হয় তাঁকে। তিনি হলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আগামী ১৪ এপ্রিল এই মহান মানুষটির জন্মদিন।

আর এই উপলক্ষ্যেই এখন থেকে প্রতি বছর ১৪ এপ্রিল দিনটি সারা দেশে সরকারি ছুটি হিসেবে পরিগণিত হবে বলে ঘোষণা করল কেন্দ্রের বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদির সরকার।

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে, বাবাসাহেবের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনটিতে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এবং সমস্ত সরকারি দফতরগলি বন্ধ থাকবে।

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?