স্কুল-ফি বকেয়া থাকলেও আটকানো যাবেনা মার্কশিট, নির্দেশ হাইকোর্টের

কোভিড পরিস্থিতিতে যদি কোনও ছাত্র বেতন কম দিয়ে থাকে অথবা না দিয়ে থাকে, তাহলেও কোনও পড়ুয়ার মার্কশিট আটকাতে পারবে না রাজ্যের কোনও বেসরকারি স্কুল। এমনকি পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়া থেকেও বঞ্চিত করা যাবে না ওই পড়ুয়াদের। বুধবার অত্যন্ত স্পষ্ট ভাষায় এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এদিন হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এর পাশাপাশি একগুচ্ছ নির্দেশিকাও দেয়। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সমস্ত পড়ুয়াকে নতুন ক্লাসে যোগ দিতে হবে এবং তাদের যাবতীয় প্রাপ্য সুযোগ সুবিধাও দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ জুন।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, কোভিডকালে কোন পড়ুয়া কত স্কুল-ফি দিয়েছে, তার হিসাব রাখতে হবে আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকদের। তার পর সব নথি খতিয়ে দেখে কোন পড়ুয়ার কত বকেয়া রয়েছে, তা নির্ধারণ করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক। আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক যে বকেয়া বেতন নির্ধারণ করবেন তা দিতে হবে অভিভাবকদের। যাঁরা কোভিডকালে কোনও বেতনই দেননি তাঁদের নামও নথিবদ্ধ করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা।

করোনা কালে বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি করা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। লকডাউনে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় অনেকেই স্কুলের ফি দিতে পারেননি। চলতি বছরের এপ্রিলের শুরু থেকে অফলাইনে স্কুলের ক্লাস শুরু হয়েছে। অভিযোগ, ফি বকেয়া থাকায় একাধিক পড়ুয়াকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এমনকী, আটকে দেওয়া হয়েছে তাদের মার্কশিটও। পরীক্ষায় পাশ করলেও পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে দেওয়া হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। বুধবার সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চে এমন নির্দেশিকা জারি করে।

Related posts

ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই