৩১ ডিসেম্বেরের মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি, কাটোয়া থেকে বড় আশ্বাস অভিষেকের

কাটোয়া: শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় জনগর্জন সভা সারলেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিনের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় সরকারকে বঞ্চনা প্রসঙ্গে করলেন তুমুল আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি, বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট নিয়েও সময়সীমা জানিয়ে দিলেন তিনি।

বক্তৃতা করার সময় অভিষেক বলেন, “বাংলা বিরোধীদের সঙ্গে এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, যে যে পঞ্চায়েত থেকে এসেছেন, বা আমার কথা শুনছেন, আমি এই মঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি, কারও কাছে হাত পাততে হবে না, আগামী ছ’মাসের মধ্যে, আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে, প্রথম ইনস্টলমেন্টটা ৩১ ডিসেম্বরে মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি আমার কাঁধে তুলে নিচ্ছি দায়িত্ব।”

অন্য দিকে, মোদী সরকারকে নিশানা করে অভিষেক বলেন, ‘‘কেউ ১০ পয়সা পায়নি। বলেছিল ১৫ লাখ দেব। বলেছিল দুই কোটি চাকরি হবে বছরে। একটা চাকরি দেয়নি। সাংসদ হয়েছেন এস এস আহলুওয়ালিয়া। একটা বুথেও এলাকার কাজ হয়নি।’’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘সিএএ আইন পাশ করেছেন ২০১৯ সালে। নিয়মাবলি ফ্রেম করতে ৫ বছর লেগে গেল। এটা একটা জুমলা। ৪০ পাতার ফর্মে ৩৮ পাতা শুধু ফিলআপ করে যান। কবে নাগরিকত্ব পাবেন কেউ জানেন না। এই জুমলার ফাঁদে পা দেবেন না।”

Related posts

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?

উত্তরাখণ্ডে বন পোড়ানোর প্রক্রিয়া অব্যাহত, ১৩৮৬ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, মৃত ৫