কলকাতা: ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজনে শনিবার চিকিৎসকদের সঙ্গে একটি ‘সমন্বয়’ বৈঠক অনুষ্ঠিত হয়। হাজারেরও বেশি চিকিৎসক উপস্থিত ছিলেন সেই বৈঠকে।
অভিষেক এই সভায় কেন্দ্রীয় সরকারের উপর তীব্র আক্রমণ করে বলেন, “কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই যে ট্রায়াল শুরু করেনি, সেই বিষয়টি সবাই জানে। ২০১৩ সালের সারদা কেসের ট্রায়াল এখনো শুরু হয়নি, এবং সেই তদন্ত এখনও শেষ হয়নি। এটা অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী নিজে একাধিক বার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাঁদের দাবিগুলো মেনে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সমস্যার সমাধান করার জন্য শুধু সিদ্ধান্ত নিলে কি হবে?” তিনি প্রশ্ন তুলেন, “জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন পুলিশ কমিশনারের বদলি হবে, তাহলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? স্বাস্থ্য সচিব বদলালে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে?”
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভায় বিশেষভাবে জোর দিয়ে বলেন, “বিবেকের প্রশ্নে কেউ যেন মিডিয়ার শিরোনামে আসতে চিকিৎসকদের ব্যবহার না করেন। আমি গর্বিত যে বাংলার মানুষ প্রতিবাদে সাহস দেখিয়েছে এবং আমাদের সরকার এই প্রতিবাদে মানুষের কণ্ঠে কণ্ঠ মেলেছে।”
তিনি আইন তৈরির জন্য কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “এখনো ধর্ষণের বিরুদ্ধে কোনও কার্যকর আইন নেই। আমাদের সরকার একটি ‘অ্যান্টি রেপ বিল’ পাশ করেছে, কিন্তু তা রাষ্ট্রপতির কাছে দুই মাস ধরে পড়ে আছে। প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে ধর্ষণ ঠেকানো সম্ভব নয়, এজন্য আইন আনতে হবে।”
অভিষেক জানান, তিনি চিকিৎসকদের জন্য একটি বিশেষ হেল্পলাইন (৭৮৮৭৭৭৮৮৭৭ ) চালু করেছেন, যার মাধ্যমে তাঁরা যেকোনো সমস্যার কথা জানাতে পারবেন। তিনি বলেন, “আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে আছি, কোনও সমস্যা হলে আমাকে জানাবেন।”
এছাড়া, তিনি সরকারিভাবে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আন্দোলন এবং আইনি পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন এবং জানান যে ধর্ষণের অপরাধীদের শাস্তি দ্রুত দিতে হবে।