উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো, আপাতত কয়েকদিন মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কলকাতা: ক্রমশ বাড়ছে অ্যাডিনো-উদ্বেগ। অ্যাডিনোভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর পরিবারের একজনের শরীরেও থাবা বসিয়েছে এই ভাইরাস। আপাতত কয়েকদিন মাস্ক ব্যবহারের পরামর্শও দিলেন তিনি।

বিধানসভায় অ্যাডিনো পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমার পরিবারের একজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। আমি এসব বলে বেড়াই না। কোভিডের পর একটা রিয়্যাকশন হচ্ছে। জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। দয়া করে আতঙ্কিত হবেন না”।

অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের উদ্দেশে রেফার না করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। সম্ভব না হলে টেলিমেডিসিন পদ্ধতিতে শিশুদের সুস্থ করে তোলার কথা জানিয়ে সরকারি হাসপাতালগুলিকে মুখ্যমন্ত্রীর আর্জি, “শিশুরা তেমন ক্রিটিক্যাল হলে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই রেফার করবেন”।

মুখ্যমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। কো-মর্বিডিটি ১৩ জন এবং অ্যাডিনোয় ছয় জনের মৃত্যু হয়েছে। ছোটদের আমি খুব ভালবাসি। আবার কয়েকদিন মাক্স ব্যবহার করুন”।

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?