টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক এলাকা

ডেস্ক: টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক এলাকা৷ সকাল থেকে আকাশ মেঘলা। রাতের দিকে কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে গুমোট গরম। ছিটেফোঁটা কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। মৌসুমী অক্ষরেখা বারাণসী থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। হাওয়া অফিস সূত্রে খবর, এর জেরেই বৃষ্টি রাজ্যে।


আগামী ২৪ ঘন্টা বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: এক ব্যক্তি এক পদ নীতি মেনে তৃণমূলের সংগঠনে রদবদল

 
আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক