আগামী ১৫ দিনের মধ্যেই তিনি নতুন দল গড়তে চলেছেন অমরিন্দর!

ডেস্ক: বিজেপিতে যাচ্ছেন না, আবার কংগ্রেসেও থাকতে নারাজ অমরিন্দর। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পরই যেভাবে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, তাতেই বোঝা গিয়েছিল কংগ্রেসে আর থাকতে চান না অমরিন্দর সিং। সূত্রের খবর, আগামী ১৫ দিনের মধ্যেই তিনি নতুন দল (New Party) তৈরি করবেন।
তিনি বলেন, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, “আমি কংগ্রেস ছাড়ব। তবে অমিত শাহের সঙ্গে বৈঠকের কোনও রাজনৈতিক সম্পর্ক ছিল না। অজিত দোভালের সঙ্গে পঞ্জাবের উপর দিয়ে পাক ড্রোনের মতো নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছি।”এরপরই শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল গড়তে চলেছেন অমরিন্দর সিং। আগামী ১৫ দিনের মধ্যেই তিনি এই নতুন দলের ঘোষণা করতে পারেন তিনি।


সূত্রের আরও দাবি, ইতিমধ্যেই বহু কংগ্রেস নেতা অমরিন্দর সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দলবদলের ইচ্ছা প্রকাশ করেছেন। আপাতত প্রায় ১২ জন কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। এ দিকে, অমরি্ন্দর সিং নিজেও আগামী কয়েক দিনের মধ্যেই কৃষক নেতাদের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন রাজ্যে ফের বাড়ল করোনার বিধি-নিষেধের মেয়াদ, রাত জেগে ঠাকুর দেখায় ছাড় দিল নবান্ন


প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, তিনি তাঁর কর্মপরিকল্পনা সম্পর্কে পরে জানাবেন। অমরিন্দর বলেন, “আমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পরে কথা বলব।” ফ্লোর টেস্টের বিষয়ে কথা বলতে গিয়ে অমরিন্দর সিং বলেন, “স্পিকার সিদ্ধান্ত নেবেন যে ফ্লোর টেস্ট হবে কি না। সিধু মুখ্যমন্ত্রী চান্নির কর্তৃত্বকে খর্ব করছে।”

Related posts

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই

আজ আসানসোল লোকসভা কেন্দ্রে জোড়া সভা মমতার