রাজ্যে ফের বাড়ল করোনার বিধি-নিষেধের মেয়াদ, রাত জেগে ঠাকুর দেখায় ছাড় দিল নবান্ন

ডেস্ক: রাজ্যে ফের বাড়ল করোনার বিধি-নিষেধের মেয়াদ। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে জারি বিধিনিষেধ জারি থাকবে। কোভিড বিধিতে নতুন করে কোনও পরিবর্তন হয়নি। লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও ঘোষণা নেই। ফলে এই দফাতেও চালু হচ্ছে না ট্রেন। বৃহস্পতিবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানাল, অক্টোবরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বহাল থাকবে। তবে ছাড় দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে। ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। ফলে রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে পারবেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন: কয়লা পাচার-কাণ্ডে ইডি-র মামলায় সশরীরেই হাজিরা দিতে হবে Rujira-কে, নির্দেশ দিল্লির আদালতের

উৎসবের দিনগুলোতে ছাড় দিলেও বাইরে বেরোনোর ক্ষেত্রে মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহারের মতো অবশ্য পালনীয় কোভিড নিয়ম মেনে চলার কথাও জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে। বৃহস্পতিবার সন্ধেয় রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আরও একমাস কোভিড বিধিনিষেধ রাজ্যে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?