প্রথম পাতা খবর বিজেপির নৌকা ডুবতে চলেছে নতুন চালক কীছুই করতে পারবেন না: অভিষেক

বিজেপির নৌকা ডুবতে চলেছে নতুন চালক কীছুই করতে পারবেন না: অভিষেক

72 views
A+A-
Reset

ত্রিপুরার ৪ আসনে বিধানসভা উপনির্বাচন। আর সেই ভোটের প্রচারে ত্রিপুরায় বিশাল ব়্যালি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোর শেষে বরদোয়ালি বিধানসভার অন্তর্গত জিবি বাজারে সভাও করেন তিনি। সভা থেকে একযোগে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।

অভিষেকের হুশিয়ারি, ত্রিপুরার মানুষের জন্য প্রথমে বাম সরকার, পরে বিজেপি কোনও কাজ করেনি। সাধারণ মানুষকে অবহেলা-বঞ্চনার মধ্যে ঠেলে দিয়েছে। ত্রিপুরার শিক্ষাব্যবস্থা ভুলুণ্ঠিত। রাজ্যের কোনও বড় হাসপাতাল নেই। চিকিৎসা করাতে হলে কলকাতায় ছুটে যেতে হয় এ রাজ্যের মানুষকে। এটা চলতে পারে না। এর বিরুদ্ধে প্রতিবাদ দরকার। এই সরকারের পরিবর্তন দরকার।

ত্রিপুরার মানুষ যেভাবে তাদেরকে গ্রহণ করেছে তার জন্য তারা বাধিত। ১০ মাস আগে তারা যাত্রা শুরু করি। যত দিন গেছে তত ভয় পেয়েছে বিজেপি। তিনি বলেন তিনি আগেও এসেছেন এবং আবার ২০ তারিখ আসবেন। তিনি বলেন ত্রিপুরায় পরিবর্তন আসবেই। বিজেপির নৌকা ডুবতে চলেছে নতুন চালক কীছুই করতে পারবেন না।
মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন অভিষেক৷ স্পষ্ট বলেন, “এদের ত্রিপুরা ছাড়া করুন। আবার গ্যাস, কেরোসিনের দাম কমবে৷ দুয়ারে গুন্ডারাজ বন্ধ করতে হবে। অর্থনীতি রসাতলে। জোড়া ফুলে ভোট মানে এই সব দু’নম্বরি নেতাদের জব্দ করা। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দেখায় শুধু। তোমার শুধু ইডি, সিবিআই আছে। আমার সঙ্গে সাধারণ জনতা আছে। ত্রিপুরা, অসম, মেঘালয়ে তৃণমূল যাবে।

আরও পড়ুন :

দিল্লি পৌঁছেই শরদ পাওয়ারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

‘অগ্নিপথ’ প্রকল্পে সেনায় নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা, চার বছরের চাকরির পর মিলবে মোটা অঙ্কের ‘প্যাকেজ’

আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি, টুইট মোদী সরকারের

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন চলতি সপ্তাহে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.