প্রথম পাতা খবর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন: দ্বিতীয় দিনে ৩৫০০ কোটির প্রতিশ্রুতি

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন: দ্বিতীয় দিনে ৩৫০০ কোটির প্রতিশ্রুতি

246 views
A+A-
Reset

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনেও এল সুখবর। বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যখাতে ৩৫০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস পেয়েছে রাজ্য। এরমধ্যে Apollo গ্রুপের তরফে ১০০০ কোটি টাকা লগ্নি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অপরদিকে স্বাস্থের পাশাপাশি এবার পর্যটন থেকেও লাভ ঘরে তুলতে মরিয়া রাজ্য সরকার। কোভিড কালে পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে বেশ ভালোই, এই কারণে সম্মেলনে নজর দেওয়া হয়েছে পর্যটনের দিকেও।

বুধবার প্রথম দিনে বাংলায় ১০ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। এরপর বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় দিন Apollo গ্রুপের তরফে জানানো হয়েছে, বাটানগরে হাসপাতাল তৈরি করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজও তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

পর্যটনে লগ্নি বাড়াতে চাইছে রাজ্য সরকার। এক্ষেত্রে বাঁকুড়া-মুর্শিদাবাদের পাশাপাশি সাফারির ক্ষেত্রে উন্নত টেকনোলজিও শিখতে চাইছে রাজ্য। উত্তরবঙ্গ ও সুন্দরবনে উন্নত মানের সাফারি করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্যের। পর্যটনের ক্ষেত্রে সাফারিকে আরও উন্নত মানের করে তুলতে কেনিয়ার সাহায্য পাবে রাজ্য। বাণিজ্য সম্মেলনের মঞ্চে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কেনিয়া। পাশাপাশি এদিন সম্মেলনে গুরুত্ব পেতে চলেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পও।

বুধবার সম্মেলনের প্রথম দিনেই বড়সড় বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে রাজ্য। হিরানন্দানি গোষ্ঠী বাংলায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। আদানি গোষ্ঠীর গৌতম আদানিও জানিয়েছেন, বাংলায় ১০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবেন তাঁরা। এরফলে যে ২৫,০০০ চাকরির ক্ষেত্র প্রস্তুত হবে, তাও জানাতে ভোলেননি তিনি।

করোনার সংক্রমণের কারণে পর পর দু’বছর বন্ধ রাখা ছিল এই অনুষ্ঠান। এরপর এবার এবার নিউটাউনে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তাবড় তাবড় শিল্পপতিরা হাজির আছেন এবারের সামিটে। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, উইপ্রো কর্ণধার আজিম প্রেমজি, ও জিন্দল গোষ্ঠী, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ঋষাদ প্রেমজি, নিরঞ্জন হিরা নান্দানি, সঞ্জীব মেহতার মতো শিল্পপতিরাও এবারের সম্মেলনে উপস্থিত হয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.