ফের একবার রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংঘাত, তবে এবার সেই সংঘাত অনেকটাই সৌজন্যের আবহে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে শুরুটা মধুর হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই মধুচন্দ্রীমা। মঞ্চে রাজ্যপালের উপস্থিতিতেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে লক্ষ্য করে বেশ কড়া বার্তা উড়ে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। BGBS-এর মঞ্চ থেকে রাজ্যপালকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কিছু মাইন্ড না করলে আপনাকে একটা কথা বলব।” এরপরই মমতাকে বলতে শোনা যায়, ”এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের হেনস্থা না করা হয়।”
বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে এদিন নিজের বক্তব্য শেষ করার আগে মমতা বলেন, ”কিছু মাইন্ড না করলে আমি মাননীয় রাজ্যপালকে একটি কথা বলতে চাই। আপনার মাধ্যমে আমি কেন্দ্রকে একটি বার্তা পাঠাতে চাই যাতে বাংলায় ব্যবসা করতে কারও কোনও অসুবিধা না হয়। যাতে এজেন্সি লাগিয়ে কোনও শিল্পপতিকে হেনস্থা করা না হয়। আশা করি আপনি বিষয়টি উত্থাপন করবেন।” এই বার্তা আদতে কেন্দ্রীয় সরকারকে ঘুরপথে মমতার জবাব বলেই মনে করা হচ্ছে।
বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশিই বুধবার বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজনৈতিক বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মললেনের মঞ্চে এদিন নিজের উদ্বোধনী ভাষণে রাজ্যপাল বলেন, ”বাংলা আজ যা ভাবে, গোটা দেশ তা একদিন পরে ভাবে। গোপাল কৃষ্ণ গোখলের এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও একাধিকবার শোনা গিয়েছে। মোদী চান সকলের জন্য সুরক্ষা, সকলের উন্নতি। আর প্রধানমন্ত্রীর ভিশন পূর্ণ করার ক্ষমতা রয়েছে বাংলার। প্রধানমন্ত্রী ২০১৪ সালে লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছিলেন। দেশের অর্থনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে বাংলা। এই রাজ্য বিনিয়োগের আদর্শ জায়গা। পূর্ব ভারতের ইকোনমিক হাব হবে বাংলা।” তিনি আরও বলেন, ”গণতান্ত্রিক পদ্ধতিতে সবার মতই মেনে চলা উচিত। আশা করি এই সম্মেলন বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক বিনিময়ের সুযোগ করে দেবে।”