প্রথম পাতা খবর বাংলায় ২৫ হাজার কর্মসংস্থান ও ১০ হাজার কোটি বিনিয়োগ : আদানি

বাংলায় ২৫ হাজার কর্মসংস্থান ও ১০ হাজার কোটি বিনিয়োগ : আদানি

280 views
A+A-
Reset

নিউটাউনে অনুষ্ঠিত ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড় বিনিয়োগ টানার লক্ষ্যে ঝাঁপিয়েছে রাজ্য সরকার। দু’দিনের সম্মেলনে উপস্থিত বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিরা। প্রত্যাশা মতোই এদিন হাজির হন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।

এদিন শুরুতেই তাঁকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোয় আন্তরিক ধন্যবাদ জানান গৌতম আদানি। বাংলার ভূয়সী প্রশংসা করে আদানি গোষ্ঠীর কর্ণধার বলেন, বাংলা নারীশক্তির প্রতীক। একই সঙ্গে তিনি সেই পুরনো কথাও স্মরণ করিয়ে দেয়, “বাংলা আজ যা ভাবে ভারত কাল তা ভাবে।” বাংলা যে দেশকে সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামী দিয়েছে, তাও মনে করিয়ে দেন আদানি। পাশাপাশি বর্তমান সরকারের কন্যাশ্রী ও সবুজ-সাথী প্রকল্পেরও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় আদনিকে।

গৌতম আদানি বলেন, আগামী দিনে বাংলায় ১০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। এর ফলে পশ্চিমবঙ্গে প্রায় ২৫,০০০ প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরির সুযোগ হবে বলে জানান তিনি। পাশাপাশি আগামী দিনে আদানি গ্রিন এনার্জি নিয়ে এরাজ্যে কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন গৌতম আদানি।
অন্যদিকে, হিরানন্দানিও এদিন বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। হিরানন্দানি গোষ্ঠী বাংলায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। BGBS 2022-এর প্রথম দিনের এই সম্মেলনে আদানি ছাড়াও হাজির রয়েছেন, উইপ্রো কর্ণধার আজিম প্রেমজি, ও জিন্দল গোষ্ঠীর আধিকারিকেরা। এছাড়া, এই সম্মেলনে হাজির রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ঋষাদ প্রেমজি, নিরঞ্জন হিরা নান্দানি, সঞ্জীব মেহতার মতো শিল্পপতিরাও।

এবারের সম্মেলনে, আমেরিকা, চিন, বাংলাদেশ, কেনিয়া, জাপান, ইংল্যান্ডসহ মোট ১৯টি দেশ থেকে ২৫০ জনের প্রতিনিধি দল এই সম্মেলনে হাজির হয়েছে। উল্লেখ্য, কোভিড কিছুটা কমতেই অর্থনৈতিক মন্দা কাটিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে বিনিয়োগ আনতে শিল্প সম্মেলন করার দিকে ঝাঁপিয়েছে রাজ্য। এই সম্মেলন থেকে বিপুল পরিমাণে বিনিয়োগ-কর্মসংস্থান ঘরে তোলাই লক্ষ্য রাজ্য সরকারের।

আরও পড়ুন :

BGBS: মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল, অনুষ্ঠান শুরুর আগে বৈঠক আদানির সঙ্গে

শিল্পের জন্য ‘সিল্ক রুট’, আজ থেকেই শুরু ‘শিল্পসাথী’ পোর্টাল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.