বইমেলা ২০২১ এ বার বর্ষায়, ঘোষণা গিল্ডের

ওয়েবডেস্ক : কলকাতায় ২০২১-এর আন্তর্জাতিক বইমেলা বাতিল হচ্ছে না। জুলাই মাসে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলা হবে। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড।

প্রশ্ন উঠছে গিল্ডের এই সময় নির্বাচন নিয়ে। জুলাই মাসে বর্ষা থাকবে। সেই সময় মেলা হলে সমস্যায় পড়বেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই।

এ দিনে গিল্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “পৃথিবীব্যাপী অতিমারীর কারণে আমরা ৪৫তম আন্তর্জাতিক বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আশা করা যায় দ্রুত আমরা এই অতিমারীর সংকট কাটিয়ে উঠতে পারব।”

গিল্ড আরও জানিয়েছে,”রাজ্যের নির্বাচন, আইসিএসসি, সিবিএসই, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচির কথা মাথায় রেখে আগামী জুলাই মাসে এই বইমেলার আয়োজন করা হবে। স্থান সেন্ট্রাল পার্ক, সল্টলেক।”

গিল্ডের এই ঘোষণায় হাসি ফুটেছে বই প্রেমীদের মুখে। করোনা কালে ক্ষতির মুখে পড়া বিক্রতা ফের আশায় বুক বাঁধতে শুরু করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এ বছর বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে।

Related posts

তাপপ্রবাহের বিদায় নেওয়ার পালা, এ বার কালবৈশাখীর বিশেষ সতর্কতা

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!

লোকসভা ভোটের কারণে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের