চাকরিপ্রার্থীদের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শিক্ষামন্ত্রীর, কী কথা হল?

চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে ব্রাত্য বসু। ছবি: রাজীব বসু

কলকাতা: সোমবার বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, “মহামান্য আদালত যেভাবে চাইবে, আমরা সেভাবে নিয়োগ দেব। এখন বিষয়টা আইনি কিছু জটিলতায় আটকে আছে। আশা করছি যে এই আইনি জটিলতা সত্বর কেটে যাবে।”

কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে গত প্রায় তিন বছর ধরে ধর্নায় বসে রয়েছেন স্কুলের চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁদেরই প্রতিনিধি দলের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি বরাবরই বলে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এক মাত্র চাকরি দিতে পারেন। তিনিই চাকরি দেবেন। আইনি কিছু জটিলতা রয়েছে। সেই জটিলতা কাটলেই চাকরি হবে।’’

আগামী ২২ তারিখ আবারও চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। তার আগে ১৪ তারিখ সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি আছে। ব্রাত্য বলেন, “আমাদের দিক থেকে যা যা করণীয় তা আমরা করব। তবে আদালতের রায় তো আমাদের উপর নির্ভর করে না। মহামান্য আদালত যেভাবে চাইবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা অনুসারে আমরাও নিয়োগ দিতে শুরু করব।”

ধর্নার হাজারতম দিনে চাকরিপ্রার্থী রাসমণি পাত্রের ন্যাড়া হওয়ার ঘটনায় হইচই পড়ে গিয়েছে রাজ্যে। এ দিন ২ ঘণ্টা বৈঠক চলার পর রাসমণি বলেন,”কোথায় জট সেটা আমরা জানতে পেরেছি। দ্রুততার সঙ্গে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে। ২২ তারিখ জানতে পারব, বৈঠক কতটা সাফল্যমণ্ডিত হয়েছে। আশা করছি, মাননীয়ার উদ্যোগে দ্রুত স্কুলে যাব।”

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বিকাশভবনে চাকরিপ্রার্থীরা। ছবি: রাজীব বসু

চাকরিপ্রার্থীরা বলেন, ‘‘কিছু দিন আগে অবধি  বিভিন্ন দফতরের মধ্যে যোগাযোগের সমস্যা হচ্ছিল। আজকের  বৈঠকে বুঝলাম দফতরগুলির মধ্যে সংযোগ হয়েছে। মুখ্যমন্ত্রী আইনি জট কাটিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছেন। আমরা এখন জানতে চাই সেই ফল কবে পাবো তার তারিখ চাই। আলোচনায় বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে এ ব্যাপারে কতদূর অগ্রগতি হয়েছে, তার রিপোর্ট দিতে হবে। আপাতত ২২ ডিসেম্বর সেই রিপোর্ট পেশের দিন ঠিক হয়েছে। ওই দিন মিটিংয়েই আমরা এ বিষয়ে জানতে পারবো।’’ 

Related posts

‘যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা’, কৃষ্ণনগর থেকে কটাক্ষ অভিষেকের

জম্মু ও কাশ্মীরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত বায়ুসেনার জওয়ান, আহত ৫

তাপপ্রবাহ থেকে মুক্তি! ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে