কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই

কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল আসানসোলের সিবিআই আদালতে চার্জশিট জমা করে। চার্জশিটে মোট ৪১ জনের নাম রয়েছে।

ওই চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের অন্যতম অনুপ মাজি ওরফে লালা। এছাড়াও জামিনে মুক্ত জয়দেব মণ্ডল, নারায়ণ খারকা ওরফে নারায়ণ নন্দা, গুরুপদ মাজি ও নিরোদ মণ্ডলের নাম রয়েছে। অভিযুক্ত বিনয় মিশ্র ও রত্নেশ ভার্মার নাম রয়েছে ওই চার্জশিটে। ওই তালিকায় থাকা বিকাশ মিশ্র বর্তমানে জেলে রয়েছে।

কয়লাকাণ্ডে অবৈধভাবে কয়লা উত্তোলনের সঙ্গে জড়িত ছিল ১৫ জন। এরা কাজ করত লালার হয়ে। ওই কয়লা কিনতো ১০টি কারখানার মালিক ও কোম্পানি। তাদের কর্তাদের নামও রয়েছে। এছাড়াও চার্জশিটে রয়েছে ৮ ইসিএল কর্তার নাম।

উল্লেখ্য, অনুপ মাজি ওরফে লালার কাছে সুপ্রিম কোর্টের বিশেষ রক্ষাকবচ রয়েছে। যার সৌজন্যে তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না। এ দিকে, বিনয় মিশ্র আপাতত পলাতক। তাঁর ভাই বিকাশ মিশ্র রয়েছেন জেলে। এছাড়াও জয়দেব, গুরুপদ, নিরোদ ও নারায়ণ সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

আরও পড়ুন :

মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো ইস্যুতে প্রতিবাদে সরব বিরোধীরা

ইতিহাসে প্রথম ৮০ টাকা ছুঁল ডলারের দাম

একুশে জুলাই, কলকাতার একাধিক বেসরকারি স্কুলে ছুটির ঘোষণা

বাংলার অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল লা গণেশন

একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বেন স্টোকস

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস