খবর

নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র

আগামী রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন। অর্থ মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হবে।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে। স্মারক মুদ্রাটি ভারতের স্বাধীনতার ৭৫তম বছর উদযাপনের জন্যও একটি শ্রদ্ধার্ঘ হিসাবেও বিবেচিত হবে।

জানা গিয়েছে, কয়েনের একটি পিঠে থাকবে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বাম পাশে দেবনগরী হরফে লেখা থাকবে ‘ভারত’, ডান পাশে ইংরাজি হরফে লেখা থাকবে ‘ইন্ডিয়া’। মুদ্রার অঙ্ক, অর্থাৎ ৭৫ টাকাও লেখা থাকবে কয়েনের একদিকে।

কয়েনের অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সংকুল’ ও ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’। সংসদ ভবনের ঠিক নীচে লেখা থাকবে ‘২০২৩’ (যে বছরে কয়েনটি তৈরি হচ্ছে)।

কয়েনটি ৪৪ মিলিমিটার ব্যাস-সহ বৃত্তাকার আকারে হবে এবং এর কিনারা বরাবর ২০০টি দাগ থাকবে। ৩৫ গ্রাম ওজনের মুদ্রাটি একটি চারটি ধাতুর মিশ্রণে (সংকর ধাতু) তৈরি করা হয়েছে। যার মধ্যে রুপো ৫০ শতাংশ, তামা ৪০ শতাংশ, নিকেল ৫ শতাংশ এবং দস্তা রয়েছে ৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.