কলকাতা: স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হতে পারেননি। বৈঠককে ‘নিষ্ফল’ দাবি করে তাঁরা বলেছেন, সরকারের কাছ থেকে কোনও কার্যকরী সমাধান পাননি।
মুখ্যসচিব বৈঠকে জানিয়েছেন, ‘‘আমরা আলোচনা করেছি এবং আশা করি, এটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে।’’ তবে, জুনিয়র ডাক্তাররা বৈঠক শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার শুধুমাত্র মৌখিক আশ্বাস দিয়েছে এবং নতুন কিছু উপস্থাপন করেনি।
বৈঠক শেষে ডাক্তারদের পক্ষ থেকে দেবাশিস হালদার জানান, ‘‘সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। এটি ছিল সময়ের অপচয়। কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি।’’ তিনি কান্নাভরে বলেন, ‘‘আমরা সরকারকে বলেছি, আমাদের সময় লাগে, কিন্তু নির্দিষ্ট কিছু জানাতে হবে।’’
মুখ্যসচিব আরও বলেন, ‘‘আমরা সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কাজ করছি এবং প্রয়োজন হলে আবার আলোচনা হবে।’’
ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাত জন জুনিয়র ডাক্তার। বুধবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের ইমেল করেন মুখ্যসচিব মনোজ। বৈঠকের জন্য স্বাস্থ্যভবনে আহ্বান জানানো হয় জুনিয়র ডাক্তারদের। সেই মতো জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে যায়। তবে দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা হলেও জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁরা স্পষ্ট করেছেন যে, সরকারের পক্ষ থেকে কোনো সঠিক উত্তর না পেলে আন্দোলন চলবে।