কলকাতা: জমজমাট শীত বাংলা জুড়ে। তবে হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়বে, কমবে ঠান্ডা। কারণ আবারও শীতের পথে নিম্নচাপের কাঁটা।
আলিপুর আবহাওয়া দফতর রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে কুয়াশা থাকবে। সোমবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহবিদদের মতে, শীত থিতু হলেও পারদ পতন স্থায়ী হয় না। একবার তাপমাত্রা কমার পর কিছুটা বাড়ে। আগামী দু’-তিন দিনের মধ্যে পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়ার কথা। এর ফলে উত্তুরে বাতাসের গতিতে বাধা আসতে পারে।
এই বাধা কেটে গেলে উত্তর-পশ্চিম ভারতে শীত জাঁকিয়ে পড়বে এবং কনকনে উত্তুরে হাওয়া বঙ্গেও প্রবেশ করবে। তখন আবার তাপমাত্রা হ্রাস পেয়ে হাড় কাঁপানো শীত অনুভূত হতে পারে।
4o