ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ১ লক্ষ ৬০ হাজারের ঘরে

সারা দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। একাধিক শহরে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ ও নাইট কারফিউ। তামিলনাড়ুতে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। একইসঙ্গে দেশজুড়ে চলছে দ্রুতহারে টিকাকরণ।

এত কিছুর পরেও কোনও কিছুতেই যেন বাঁধ মানছে না করোনা ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

আক্রান্তের পরিমাণের পাশাপাশি সারা দেশেই উদ্বেগজনকভাবে বাড়ছে পজিটিভিটি রেট। দিল্লি, মুম্বই থেকে শুরু করে কলকাতা, দেশের সব বড় শহরের পরিস্থিতিই এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গিয়েছে।

এই পরিস্থিতিতে শনিবার যেখানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১৪ হাজার। রবিবার সেই পরিসংখ্যানই পৌঁছে গিয়েছে প্রায় ১ লক্ষ ৬০ হাজার এর দোরগোড়ায়।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ১০.২১ শতাংশ।

Related posts

জম্মু ও কাশ্মীরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত বায়ুসেনার জওয়ান, আহত ৫

তাপপ্রবাহ থেকে মুক্তি! ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

মহিলা অপহরণ মামলায় গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার ছেলে