খিদিরপুর অরফ্যানগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা থেকে সরাসরি অগ্নিকাণ্ডের স্থলে গিয়ে তিনি ঘোষণা করেন, যাঁদের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আর যাঁদের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, নতুন করে ওই বাজার গড়ে তোলার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
রবিবার রাত ১টার কিছু পরে আচমকা আগুন লাগে খিদিরপুর বাজারে। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। প্রায় ১৩০০টি দোকান পুড়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে রাতেই দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছায়। তবে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় ‘পকেট ফায়ার’ দেখা গিয়েছে
সোমবার ঘটনাস্থলে যান কলকাতার নগরপাল মনোজ ভার্মা। তিনি বলেন, ‘‘কমপক্ষে ১২০০ দোকান পুড়ে গিয়েছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। তবে কোনও প্রাণহানির খবর নেই। কী কারণে আগুন লেগেছে, বা কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’