আজ দক্ষিণ কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকাতেও জল পরিষেবা বন্ধ থাকবে।
গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস বা গার্ডেনরিচ জল প্রকল্পের পাইপলাইন এবং বুস্টার পাম্পিং স্টেশনগুলির ভাল্ব ও মেরামতির কারণে এই শাটডাউন নেওয়া হয়েছে।
যে সমস্ত বুস্টার পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ থাকবে— কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গলফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণি, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক, কসবা-সহ অন্যান্য ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন।
কলকাতা পুরসভার বোরো ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬ সম্পূর্ণ এবং আংশিকভাবে ১২ নম্বর বোরো এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে বলে পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।